হোম > জাতীয়

ইআরডিতে নতুন সচিব, চুক্তিতে ছয় মাস শ্রম সচিব থাকছেন এহছানে এলাহী

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব পদে পদায়ন করেছে সরকার। এ ছাড়া চুক্তিতে আগামী ছয় মাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. এহছানে এলাহী। এ ছাড়া পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাত হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নতুন সচিব নিয়োগ পেয়েছেন একই বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান আগামী ২৪ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এর মধ্যে তাঁর পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

অপর এক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীকে আগামী ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। আগামী ২৫ নভেম্বর এহছানে এলাহীর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। 

অপর আদেশে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাত হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। পরে তাঁকে একই বিভাগে পদায়ন করা হয়। এখন প্রশাসনের সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন।

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার