হোম > জাতীয়

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে ভারতের নিন্দা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এ নিন্দা জানান।

মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ১৯৭১ সালে দখলদার ও দমন-পীড়নকারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক হিসেবে বিবেচিত। সেই বাড়িতে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিসংযোগ করা হয়েছে।

যাঁরা বাঙালি পরিচয় ও মুক্তিযুদ্ধকে গৌরবের সঙ্গে ধারণ করেন তাঁরা সবাই জানেন বাংলাদেশের জন্মের সঙ্গে এই বাসভবনের সম্পর্ক গভীর। তাই এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রসমাজের উদ্দেশে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে রাজধানীর ধানমন্ডিতে ‘৩২ নম্বর’ হিসেবে পরিচিত শেখ মুজিবের বাড়িতে গতকাল বুধবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনায় গতকাল ও আজ বৃহস্পতিবার হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন