হোম > জাতীয়

শীতকালে সরকারি দপ্তরে যথাসম্ভব এসি ব্যবহার না করার পরামর্শ

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের প্রায় প্রত্যেকটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন শীতকালে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া এক পত্রে বলা হয়েছে, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ