হোম > জাতীয়

শীতকালে সরকারি দপ্তরে যথাসম্ভব এসি ব্যবহার না করার পরামর্শ

আজকের পত্রিকা ডেস্ক­

সচিবালয়ের প্রায় প্রত্যেকটি কক্ষেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন শীতকালে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া এক পত্রে বলা হয়েছে, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির