হোম > জাতীয়

জনসাধারণের জন্য ২ দিন উন্মুক্ত ছিল কোস্টগার্ডের ৭টি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ কোস্টগার্ড প্রতি বছরের মতো এবারও বিশেষভাবে বিজয় দিবস উদ্যাপন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে জনসাধারণের জন্য ৭টি জাহাজ দুদিন ধরে উন্মুক্ত রেখেছিল তারা। 

গত শুক্রবার ও আজ শনিবার মুন্সিগঞ্জ, চাঁদপুর, পতেঙ্গা, চট্টগ্রামের মৎস্য বন্দর, মোংলা, খুলনা ও পটুয়াখালী সাধারণ মানুষকে দেখানো জন্য উন্মুক্ত রাখা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য জাহাজগুলো উন্মুক্ত রাখা হয়। নির্ধারিত সময়ে জাহাজগুলো দেখার জন্য স্থানীয়দের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি ছিল। সাধারণ মানুষ কোস্টগার্ডের জাহাজগুলো ঘুরে ঘুরে দেখেছেন। জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এ ছাড়াও জাহাজগুলো সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তাগণ।’ 

কোস্ট কার্ড জানিয়েছে, মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ‘বিসিজিএস শেটগাং’, চাঁদপুর লঞ্চঘাটে ‘বিসিজিএস রাঙ্গামাটি’, পতেঙ্গায় ‘বিসিজিএস তাজউদ্দীন’, চট্টগ্রামের মৎস্য বন্দরে ‘বিসিজিএস শ্যামল বাংলা’, মোংলায় ‘বিসিজিএস মনসুর আলী’, খুলনায় ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ ও পটুয়াখালীর আন্ধারমানিকে ‘বিসিজিএস বগুড়া’জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। 

জাহাজগুলো পরিদর্শনের সময়, গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জনসাধারণকে জানানো হয়।

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী