কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে একত্রে কাজ করার কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট থেকে এ তথ্য জানা গেছে।
টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা কো হয়েছে।
বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মধ্য দিয়ে সম্পর্ক আরও বাড়াতে একত্রে কাজ করার কথা টুইটে বলা হয়েছে।