রাজধানীর বাবুবাজার এলাকায় পুলিশের নির্যাতনের শিকার হয়ে মন্টু বিশ্বাস (২৮) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
মন্টুর মায়ের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আজ বুধবার মানবাধিকার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায়।
এতে বলা হয়, কাঞ্চন নামের এক মাদক কারবারির তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার পাঁচ পুলিশ সদস্য বাবুবাজার এলাকায় মন্টু বিশ্বাসের বাসায় যান। ‘তাঁরা ঘরে ঢুকে ঘুমন্ত মন্টু বিশ্বাসকে মারধর শুরু করেন’। একপর্যায়ে মন্টু অচেতন হয়ে পড়লে তাঁকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার তার মৃত্যু হয়।
‘এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আটক যে কোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব, ফলে পুলিশ হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে পুলিশের জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা।’