হোম > জাতীয়

ব্রিটেনে ভারত-আফগানিস্তানের মানুষ ঢুকছে আর বাংলাদেশ লাল তালিকায়, ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারির কারণে বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে লাল তালিকায় রেখেছে যুক্তরাজ্য। এ নিয়ে ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আফগানিস্তানের মানুষ কোনো টিকা নেয়নি। তাঁদের যেতে দিচ্ছে। আর বাংলাদেশ হলেই যত শর্ত জুড়ে দিচ্ছে।

ইউরোপের কয়েকটি দেশ সফর করে এসে আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে লাল তালিকায় বাংলাদেশকে রাখার কারণ জিজ্ঞেস করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রশ্ন ব্রিটিশদের করেন, কেন আমাদের লাল তালিকায় রেখেছে। ভারতে আমাদের থেকে মানুষ বেশি মারা গেল, অতিমারি বেশি হলো। তারা হয়তো এক ধরনের যুক্তি দেবে, নিজের অবস্থান শক্ত করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের অত মানুষ মরেও নাই। আমাদের অতিমারি তাদের ওখান থেকে এসেছে। আর তারা পার পেয়ে গেছে। আমরা ঝামেলায় আছি!

নানা শর্ত জুড়ে দেওয়ায় ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগান লোকদের যুক্তরাজ্য তাদের দেশে জায়গা দিয়েছে। একটা লোকেরও টিকা দেওয়া নাই। সেখানে কিছু না। আর আমার ক্ষেত্রে ডাবল ডোজসহ নানা ধরনের শর্ত এবং ১০ দিন গিয়ে থাকতে হবে। আমি বৈঠকে এ বিষয়টি তুলেছি। অন্য মানুষ নিচ্ছে তখন কোনো শর্ত নাই। আর আমাকে নিতে গেলে বারোটা বাজায়। তাও ডাবল ডোজ দিতে হবে, ধনী দেশের টিকা দিয়ে। সিনোফার্ম নিলে হবে না, মডার্না নিতে হবে, ফাইজার নিতে হবে। কী ঢং দেখেন! এটি দুঃখজনক।

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান