হোম > জাতীয়

জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন হচ্ছে: ধর্ম উপদেষ্টা

জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

আজ বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া ও তাঁদের আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা জানান। 

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠন করবে সরকার। এর মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসাসহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’ 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারও যদি দেশের বাইরে নিয়ে গিয়েও চিকিৎসার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে। বেসরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদেরও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাঁদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।’ 

এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ইতিমধ্যে এ ট্রাস্ট পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এই ফাউন্ডেশন পরবর্তীকালে আরও পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম