হোম > জাতীয়

স্ত্রীর যৌতুক মামলায় সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের এএসপি সোহেল

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের জেলার রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিন। 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিফাত জাহান ঢাকার সিএমএম আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন। ওই মামলায় তিনি গত বছরের ২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই মামলায় গত বছরের ১০ নভেম্বর অভিযোগ গঠিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিএসআর পার্ট-১ বিধি ৭৩ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসআর পার্ট-১ বিধি ৭১ অনুযায়ী তিনি খোরপোশ পাবেন। জামিন গ্রহণের তারিখ থেকে অর্থাৎ ২ অক্টোবর থেকে তা কার্যকর হবে। 

এর আগে তিনি পূর্ণ বেতন নিয়ে থাকলে তা সমন্বয় করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক