হোম > জাতীয়

স্ত্রীর যৌতুক মামলায় সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের এএসপি সোহেল

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের জেলার রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিন। 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিফাত জাহান ঢাকার সিএমএম আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন। ওই মামলায় তিনি গত বছরের ২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই মামলায় গত বছরের ১০ নভেম্বর অভিযোগ গঠিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিএসআর পার্ট-১ বিধি ৭৩ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসআর পার্ট-১ বিধি ৭১ অনুযায়ী তিনি খোরপোশ পাবেন। জামিন গ্রহণের তারিখ থেকে অর্থাৎ ২ অক্টোবর থেকে তা কার্যকর হবে। 

এর আগে তিনি পূর্ণ বেতন নিয়ে থাকলে তা সমন্বয় করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন