হোম > জাতীয়

আবারও যান্ত্রিক ত্রুটিতে বিমানের ড্রিমলাইনার, চট্টগ্রামে অবতরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্রিমলাইনার উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৪ আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটির পরবর্তী গন্তব্য ছিল ঢাকা। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ে। ফলে বিমানের পাইলট ঢাকায় যাওয়ার পরিবর্তে জরুরি সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে আসেন।

ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল‍্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হচ্ছিল না। ফলে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে পাইলট ফ্লাইটটি আবারও চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি। যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন। তবে সর্বশেষ আপডেটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা