হোম > জাতীয়

ইলিশ রপ্তানির পক্ষে নন প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষের কথা চিন্তা করে এখনই ইলিশ রপ্তানির পক্ষে নন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। দেশের সব মানুষ কীভাবে ইলিশের স্বাদ পেতে পারে এখন সেই চিন্তা করছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, `আমি মনে করি ইলিশ বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছ। এই ইলিশ একেবারে প্রান্ত থেকে নগর পর্যন্ত সকলের খাওয়ার সুযোগ পাওয়া উচিত। বিদেশে ইলিশ রপ্তানি করে বিশাল কোনো অর্থনৈতিক অর্জন হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই।'

মন্ত্রী বলেন, ‘অনেক সময় হয়তো সৌজন্যের খাতিরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কাঠামোতে ইলিশ পাঠানো হয়। কিন্তু বাণিজ্যিকভাবে এখন ব্যাপক আকারে ইলিশ রপ্তানি করা হলে এ দেশের মানুষের এই সুস্বাদু মাছ খাওয়ার সুযোগটা অনিশ্চিত হতে পারে। সে জন্য আমি ব্যক্তিগতভাবে ইলিশ রপ্তানির করার পক্ষে না।’

মন্ত্রী আশা করেন, ইলিশ উৎপাদনের এই ধারা আরও পাঁচ বছর অব্যাহত রাখতে পারলে দেশের সব মানুষ সুস্বাদু এই মাছ খেতে পারবে। তিনি বলেন, এখনো অনেক গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ইলিশ যায় না। আমি চাই দেশের সবাই যেন ইলিশের স্বাদ নিতে পারে। তারপর রপ্তানির কথা ভাবাটা সঠিক হবে বলে আমার মনে হয়।

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের