হোম > জাতীয়

বেড়েছে মৃত্যু, শনাক্ত ১.৫১%

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪৩ জন। এর আগে গতকাল বুধবার ৬ জনের মৃত্যু এবং ৩৬৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩২টি সক্রিয় ল্যাবে ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করলে ২৪৩টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে  রোগী শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।  গতকাল বুধবার  ৮৩২টি সক্রিয় ল্যাবে ২০ হাজার ৩৯৩টি নমুনা পরীক্ষা করলে ৩৬৮টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে  রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ।

 গত একদিনে চট্টগ্রাম বিভাগে গত এক দিনে ৪ জনের মৃত্যু হয়েছে। আর ঢাকায় ৩ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, বরিশালে ১ জন। এ সময় রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জনের মধ্যে ৮ জন সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।  এদের মধ্যে নারী ৬ জন এবং পুরুষ ৪ জন। 

 এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৫৩৪ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জন করোনা রোগীর।

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়