হোম > জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ব্রিজ–কালভার্ট, রেলে ওভারপাস নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যায় ক্ষতিগ্রস্তর বিভিন্ন সড়কে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সারা দেশের রেললাইনে লেভেল ক্রসিং না রেখে ওভারপাস নির্মাণের নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেকের সভায় তিনি এ নির্দেশ দেন। 

শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সব হাওর এলাকায় যেসব রাস্তা কাটা হয়েছে, রাস্তা ভেঙে গেছে সেখানে রাস্তার পরিবর্তে ব্রিজ বা কালভার্ট নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, বন্যার কারণে পানি চলাচলের বাঁধা সৃষ্টি হয়। এ জন্য বন্যাদুর্গত এলাকায় নতুন রাস্তা না করে সেতু করতে হবে। যেসব সড়ক ভেঙে গেছে সেখানেও সড়ক না করে কালভার্ট করতে হবে। হাওর বা প্লাবন এলাকায় নতুন করে আর কোনো রাস্তা হবে না। সব হবে উড়ালসড়ক।’ 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তা চলাচলে যাতে কোনো বাঁধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রেলক্রসিংয়ের কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এ জন্য যেখানে প্রয়োজন সেখানেই ওভারপাস নির্মাণ করতে হবে। সব শহরেই রেলক্রসিংয়ের জায়গায় পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করতে হবে।’ 

একনেক সভায় ২ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—১ হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ’ প্রকল্প, ১৭১ কোটি টাকা ব্যয়ে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ’ প্রকল্প, ১১৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্প, ৮৯২ কোটি টাকা ব্যয়ে ‘কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্প, ৯১ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার টেকনাফ সড়ক (এন–১) উন্নয়ন ইত্যাদি। 

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর