হোম > জাতীয়

সাম্প্রদায়িক হামলায় ছাত্রলীগ থাকলেও বিচার হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রদায়িক হামলার ঘটনায় অপরাধী ছাত্রলীগ হোক বা যে দলেরই হোক, তার বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাম্প্রদায়িক হামলার ঘটনায় এক ছাত্রলীগ নেতার নাম আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। 

আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগ অবশ্যই অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। 

আনিসুল হক বলেন, 'ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল, এসব না। যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যেই দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকেও সে দীক্ষায় দীক্ষিত করেছেন বলে জনগণ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝোঁকে না। সে ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে, সেটাও অন্যায় এবং তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।' . 

সম্প্রতি রংপুরের পীরগঞ্জের জেলেপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার নেতৃত্ব দেন সৈকত মণ্ডল নামের এক কলেজছাত্র। সৈকতসহ দুজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সৈকত পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাশেদুল মণ্ডলের ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র এবং কলেজের দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তবে ১৭ অক্টোবর হামলার পরদিন তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির