হোম > জাতীয়

বিশেষণ কমাও, শুধু নাম বলো: গোলাপকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশেষণ কমিয়ে শুধু নাম ঘোষণা করার জন্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে বললেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিশেষণ কমাও, খালি নাম বলো।’ আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই কথা বলেন। 

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। গণভবন থেকেই সভাটি সঞ্চালনা করছিলেন আবদুস সোবহান গোলাপ। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর বক্তব্য শেষে সঞ্চালক আবদুস সোবহান গোলাপ সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন এমন ঘোষণা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর নামের আগে কয়েকটি বিশেষণ যুক্ত করেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘এবার আমাদের সেই মাহেন্দ্রক্ষণ, এবার আপনাদের সামনে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করছেন, আজকের সভার সভাপতি, আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা, বাংলাদেশের ১৮ কোটি মানুষের সর্বশেষ আশা-আকাঙ্ক্ষার ঠিকানা, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ...।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বিশেষণ কমাতে বলেন। 

এরপরও গোলাপ বিশেষণ উল্লেখ করে বলেন, ‘প্ল্যানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন, সুপার হিউম্যান, স্টেট অব দ্য ইস্ট, আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনা এমপি। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এই রাখো না। খালি নাম বলো।’ 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। 

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই—জলবায়ু সমাবেশে ধনী দেশগুলোকে বক্তারা