ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২ জন। এ সময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।
আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজিটিভ আসে ৩ হাজার ৯৫৬টি। সে হিসাবে শনাক্তের হার ১৬ দশমিক ৬২।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় কোভিডে ৫০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয় ৩ হাজার ৩১৯ জন। সে হিসাবে ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।