হোম > জাতীয়

প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি উপস্থাপন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বিভিন্ন দেশে বসবাস করা দেড় কোটি বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন। অনলাইন ভোটিং পদ্ধতির মাধ্যমে এটি করা সম্ভব বলে তাঁরা কারিগরি একটি ব্যবস্থাও তুলে ধরেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় এ পদ্ধতি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেড় কোটি প্রবাসীকে ভোটাধিকার বঞ্চিত করে একটি দেশ এগোতে পারে না। তাই দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে।

গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস (জিবিএএইচআর) এ সেমিনারের আয়োজন করে। জিবিএএইচআরের আহ্বায়ক শামসুল আলম লিটনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘প্রবাসীদের অনেক প্রত্যাশার মধ্যে একটি হলো ভোটাধিকার। দুর্ভাগ্যক্রমে আমরা এই কাজগুলো অনেক দিন নিজের মতো করে করতে পারিনি। এখন পরিবেশ অনুকূলে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক শফিক রেহমান বলেন, ‘দূতাবাসগুলো এই দেশে কী করে, সেগুলো প্রকাশ করেন। তারা গোয়েন্দাগিরি করে কার ওপরে? তারা কি তাদের সরকারের ওপর গোয়েন্দাগিরি করে? তা নয়। তারা গোয়েন্দাগিরি করে আমার-আপনার ওপর।’

ডেটা প্রকৌশলী রূপম রাজ্জাক অনলাইন এনরোলমেন্ট, কিয়স্ক বেজড ভেরিফিকেশন, কনস্টিটুয়েন্ট অ্যাসাইনমেন্ট, অনলাইন ভোটিং, ফিজিক্যাল প্রক্রিয়ায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা করেন।

অনলাইন ভোটিং পদ্ধতির নিরাপত্তার বিষয়ে কথা বলেন ক্লাউড প্ল্যাটফর্ম ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ প্রকৌশলী আরিফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের ভোটিং পদ্ধতিটার নাম সিকিউর অনলাইন ভোটিং মেথড (এসওভিএম)।’

সেমিনারে মাল্টিফ্যাক্টর ভোটার ভেরিফিকেশন, এন্ড টু এন্ড এনক্রিপটেড, ব্লকচেইন ব্যাকড ভোট লেজার মাল্টিলিঙ্গুয়াল প্রসেস, ক্লাউড সিস্টেমের সিকিউরিটি মাল্টি রিজিয়ন ডেপলয়মেন্ট ফর হাই এভেইলেভিলিটি, রোলস বেজড এক্সেস কন্ট্রোল, ডেটা এনক্রিপশনের ওপর একটি স্লাইড উপস্থাপন করা হয়।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী