হোম > জাতীয়

সরকারি চাকরিতে এনআইডি বাধ্যতামূলক চায় ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক চায় নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন-সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দিয়েছে ইসির এনআইডি উইং। চাকরিজীবীদের বেতন-ভাতাদি সুষ্ঠুভাবে প্রদানের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনআইডি আইনের ব্যবহার বাধ্যতামূলক আছে, আইবাসেরও (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম) আছে। তাই সব রাষ্ট্রীয় সংস্থা ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে এনআইডি যেন অনুসরণ করে।

গতকাল সোমবার এখনো নিয়োগের ক্ষেত্রে এনআইডি আমলে না নেওয়া সরকারের ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ বৈঠকের অগ্রগতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, ইসিতে এনআইডি সংশোধনকারীদের বিরাট একটি অংশ সরকারি চাকরিজীবী। আগে তাঁরা ভাউচারের মাধ্যমে বেতন পেতেন। এখন আইবাসের মাধ্যমে এনআইডির ভিত্তিতে বেতন পান। এটা তাঁদের রুটি-রুজি, বেতন-ভাতা, সন্তানদের ভরণ-পোষণ ইত্যাদি জড়িয়ে আছে। আইবাসে বেতন হওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

ডিজি এনআইডি বলেন, ‘কোনো কোনো অফিস এনআইডি ঠিক না হলে বেতন বন্ধ হয়ে যাবে বলেছে। তখন তারা আইবাসে যায়, আইবাস থেকে তাদের অফিসে যায়, তারা বলে তাদের কিছু করার নেই। তখন তারা আমাদের কাছে আসে। আমাদের অফিস আসলেও অনেক সময় সরাসরি সংশোধন করা যায় না। অনেক সময় নিষ্কৃতিও দেওয়া যায় না।’

চাকরির ক্ষেত্রে যাঁরা এনআইডিকে গুরুত্ব দেননি, তাঁদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর সংস্থাদের নিয়ে সোমবার বৈঠক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু বাধ্যতামূলকভাবে জনপ্রশাসন থেকে আইনি কাঠামোর মধ্যে বিষয়টি আসেনি, তাই হয়তো ইগনোর করা হয়েছে। আইনি কাঠামোর মধ্যে এলে এটা আর থাকবে না। যদিও এনআইডি আইনে এর ব্যবহার বাধ্যতামূলক আছে, আইবাসেরও আছে। তাই সব সংস্থা ভবিষ্যতে এনআইডি যেন অনুসরণ করে সেটা আমরা চেয়েছি। তাঁরা বলেছেন, যাঁদের বেতন-ভাতা আটকে গেছে, যদি কর্তৃপক্ষের পক্ষে বেতন-ভাতার ব্যবস্থা করা যায়, সে উদ্যোগ নেওয়ার কথা তাঁরা বলেছেন।’

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি

রামপুরায় ২৮ জন হত্যা: সাবেক দুই বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

পাঁচ সদস্যের কমিশন, চার বছর মেয়াদ রেখে দুদকের অধ্যাদেশ জারি

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী