হোম > জাতীয়

বিদ্যুতের দাম প্রতি মাসে সমন্বয় করা হবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ চত্বরে ‘জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি প্রতি মাসে কিছু সমন্বয় করব। সেটাই এখন চলছে।’ 

দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এবং কৃষিতে সেচের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সেচের জন্য অনেক জায়গায় সারা দিন ধরে অনেকে পাম্প চালান। সারা দিন পাম্প চালিয়ে রাখলে সমস্যা হবে। এ কারণে সেচে বিদ্যুৎ ব্যবহারে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার পরও কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিচ্ছে।’ 

বিশ্ববাজারে দাম কমলেও দেশে গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মূলত আগামী এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আর গ্যাসের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হচ্ছে।’ 

ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে পৌঁছানো সম্ভব হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এদিকে সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বাড়ানো কিংবা কমানো, যা-ই করা হোক না কেন, ভোক্তারা তার সুফল পাবে না বলে মত দিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। 

আজ শুক্রবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রতি মাসে দাম সমন্বয় অগ্রসর অর্থনীতির দেশের জন্য ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মতো অর্থনীতির জন্য নয়। এখানে এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও ভোক্তারা কম দামে এলপিজি পায় না।’ 

এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে দিয়ে সরকার নিজেই যখন-তখন দাম সমন্বয়ের যে প্রক্রিয়া চালু করেছে, তাতে অপচয়, দুর্নীতি ও অমিতব্যয়িতা কার্পেটের নিচে চাপা পড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোক্তাদের এর পরিণতি বহন করতে হবে।’

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব