হোম > জাতীয়

জনসংখ্যা খুব একটা বাড়েনি, সাড়ে ১৬ কোটির কিছু বেশি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনশুমারিতে দেশের জনসংখ্যা খুব একটা বাড়েনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫০ লাখের সামান্য কিছু বেশি। হয়তো পরবর্তীতে বন্যা কবলিত এলাকা ধরে কিছুটা বাড়বে। কেউ আমাদের জনসংখ্যা ১৮ কোটি বলে কেউ বলে ১৭ কোটি। আমাদের জনসংখ্যা কিন্তু এত না। কাজেই এই মানুষগুলোকে খাবারে ব্যবস্থা করতে পারব। সবই পারব। অর্থাৎ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে সবই পারব। কিন্তু লুটেরা আসলে কী করবে সেটা জানি না।’ 

আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে আয়োজিত যৌথসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সভাপতি এ কথা বলেন।  

নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় ভূমিহীন ও গৃহহীন থাকলে তাদের তালিকা সংশ্লিষ্টদের কাছে দেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কেউ বাদ যাবে না। আমি সবাইকে ঘর করে দিব।’ 

মানুষের সব মৌলিক চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব বড় আকারে হয়তো করতে পারব না। কিন্তু গরীবানা হালে মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা, একটু মাথা গোঁজার ঠাঁই, সুন্দর থাকার ও লেখাপড়ার ব্যবস্থা এই টুকুতো করতে পারব।’ 

শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতায় থাকলে জনগণের সেবা করি। আর বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার, মানব পাচারের সঙ্গে যুক্ত থাকে। কারণ তারা মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে।’

উল্লেখ্য, গত ১৫ থেকে ২১ জুন পর্যন্ত সারা দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ কয়েকটি অঞ্চল বন্যার কবলে পড়ায় সেখানকার যেসব মানুষ গণনায় বাদ পড়েছে তাঁদের বন্যা পরিস্থিতি উন্নতি হলে শুমারিতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ