হোম > জাতীয়

বিশেষ ক্যাম্পেইন করে চলতি মাসেই শেষ প্রথম ডোজের টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দফায় বিশেষ ক্যাম্পেইনের মধ্য দিয়ে চলতি মাসেই শেষ হচ্ছে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম। এরই মধ্যে ১০ কোটির বেশি মানুষ প্রথম ডোজের টিকার আওতায় এসেছে। তবে পিছিয়ে দ্বিতীয় ও বুস্টার ডোজ। সেই কার্যক্রম ত্বরান্বিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনা ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে সর্বোচ্চসংখ্যক টিকা দেওয়ার লক্ষ্য রেখেছি। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।’ 

খুরশীদ আলম বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেননি। যাঁরা নিয়েছেন, তাঁদের মধ্যে মৃত্যুহার এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন, নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখুন।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৫২০ জনকে।

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই ভারতে পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেভিল হান্ট ২: এক দিনে গ্রেপ্তার আরও ৮২৩, অস্ত্র­-গুলি উদ্ধার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মিয়ানমারে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করল বাংলাদেশ দূতাবাস

মনোমুগ্ধকর এয়ার শো দেখে উচ্ছ্বসিত হাজারো দর্শক

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত