হোম > জাতীয়

কার্তিকের নবান্নের দেশে আজ পয়লা হেমন্ত

রজত কান্তি রায়

কার্তিকের নবান্নের দেশে আজ হেমন্তের প্রথম দিন, পয়লা কার্তিক। ঋতুচক্রে কার্তিক ও অগ্রহায়ণ—এ দু মাস হেমন্ত ঋতু। কৃষিভিত্তিক বাংলায় হেমন্ত খুবই গুরুত্বপূর্ণ ঋতু। বাঙালির প্রধান ফসল ধান সাধারণত এ ঋতুতে ঘরে তোলা হয়। 

একসময় হেমন্ত ঋতুর শেষ মাস অগ্রহায়ণ থেকে বছর গণনা শুরু হতো। অর্থাৎ, বাঙালির বছর শুরু হতো অগ্রহায়ণ থেকে। যদিও পরে তা বৈশাখ মাস থেকে শুরু হয়। 

এ দেশে হেমন্ত মানেই মাঠে মাঠে ধান। কার্তিক থেকে শুরু হয়ে অগ্রহায়ণ পর্যন্ত মাঠের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে সবুজ থেকে হলুদ হয়ে সোনালিতে। মাঠে ধানের রং সোনালি মানেই এ দেশের কৃষকের সুখের দিন। এ সুখের দিনে হবে নবান্ন। সুগন্ধি নতুন চাল, নতুন সবজি, নতুন ডাল, নতুন মাছে নবান্ন হবে হেমন্তের শেষে। 

এখন গ্রামগুলোতে গেলেই নাকে লাগবে ধানের সুগন্ধ। কোথাও ধানে কেবল দুধ জমেছে, কোথাও ধান হলুদ হতে শুরু করেছে। না, এখনো ধান কাটা শুরু হয়নি। আর কিছুদিন পর যখন দিন আরও ছোট হতে থাকবে, রেদের রং সোনালি হতে থাকবে, আকাশে ঝুলে থাকবে কুয়াশার রেখা তখন, হেমন্তের শেষে কাটা হবে ধান। তারপর ঝাড়পোছ করে তোলা হবে গোলায়। 

নতুন ধানের নতুন সৌরভের প্রত্যাশায়। 

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার