কার্তিকের নবান্নের দেশে আজ হেমন্তের প্রথম দিন, পয়লা কার্তিক। ঋতুচক্রে কার্তিক ও অগ্রহায়ণ—এ দু মাস হেমন্ত ঋতু। কৃষিভিত্তিক বাংলায় হেমন্ত খুবই গুরুত্বপূর্ণ ঋতু। বাঙালির প্রধান ফসল ধান সাধারণত এ ঋতুতে ঘরে তোলা হয়।
এ দেশে হেমন্ত মানেই মাঠে মাঠে ধান। কার্তিক থেকে শুরু হয়ে অগ্রহায়ণ পর্যন্ত মাঠের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে সবুজ থেকে হলুদ হয়ে সোনালিতে। মাঠে ধানের রং সোনালি মানেই এ দেশের কৃষকের সুখের দিন। এ সুখের দিনে হবে নবান্ন। সুগন্ধি নতুন চাল, নতুন সবজি, নতুন ডাল, নতুন মাছে নবান্ন হবে হেমন্তের শেষে।
নতুন ধানের নতুন সৌরভের প্রত্যাশায়।