হোম > জাতীয়

কার্তিকের নবান্নের দেশে আজ পয়লা হেমন্ত

রজত কান্তি রায়

কার্তিকের নবান্নের দেশে আজ হেমন্তের প্রথম দিন, পয়লা কার্তিক। ঋতুচক্রে কার্তিক ও অগ্রহায়ণ—এ দু মাস হেমন্ত ঋতু। কৃষিভিত্তিক বাংলায় হেমন্ত খুবই গুরুত্বপূর্ণ ঋতু। বাঙালির প্রধান ফসল ধান সাধারণত এ ঋতুতে ঘরে তোলা হয়। 

একসময় হেমন্ত ঋতুর শেষ মাস অগ্রহায়ণ থেকে বছর গণনা শুরু হতো। অর্থাৎ, বাঙালির বছর শুরু হতো অগ্রহায়ণ থেকে। যদিও পরে তা বৈশাখ মাস থেকে শুরু হয়। 

এ দেশে হেমন্ত মানেই মাঠে মাঠে ধান। কার্তিক থেকে শুরু হয়ে অগ্রহায়ণ পর্যন্ত মাঠের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে সবুজ থেকে হলুদ হয়ে সোনালিতে। মাঠে ধানের রং সোনালি মানেই এ দেশের কৃষকের সুখের দিন। এ সুখের দিনে হবে নবান্ন। সুগন্ধি নতুন চাল, নতুন সবজি, নতুন ডাল, নতুন মাছে নবান্ন হবে হেমন্তের শেষে। 

এখন গ্রামগুলোতে গেলেই নাকে লাগবে ধানের সুগন্ধ। কোথাও ধানে কেবল দুধ জমেছে, কোথাও ধান হলুদ হতে শুরু করেছে। না, এখনো ধান কাটা শুরু হয়নি। আর কিছুদিন পর যখন দিন আরও ছোট হতে থাকবে, রেদের রং সোনালি হতে থাকবে, আকাশে ঝুলে থাকবে কুয়াশার রেখা তখন, হেমন্তের শেষে কাটা হবে ধান। তারপর ঝাড়পোছ করে তোলা হবে গোলায়। 

নতুন ধানের নতুন সৌরভের প্রত্যাশায়। 

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব