হোম > জাতীয়

বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছেন: পররাষ্ট্রমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভালো আছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।

এদিকে সোমবার বিকেলে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশকেক পৌঁছেছেন। একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসগুলোয় যাবেন। তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন।

ডেলিভারি সেবা নিয়ে বিরোধের কারণে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কাজে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে অর্থকষ্ট ও খাদ্যাভাবে পড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত প্রয়োজনে খাদ্যাভাবে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।

বিশকেক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ দেশে ফিরতে শুরু করেছেন। তাঁদের বিমানবন্দরে যেতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন গতকাল পর্যন্ত দেশে ফিরতে বিশকেক ছেড়েছেন।

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর