হোম > জাতীয়

উড়োজাহাজে উড়িয়ে আনা ১৮টি ব্রাহমা নিয়ে রিট নিষ্পত্তির আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজে করে উড়িয়ে আনা ব্রাহমা জাতের ১৮টি গরুর মালিকানা বিষয়ে করা রিট নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 

সাদেক এগ্রো নামে একটি প্রতিষ্ঠান গরুগুলোর মালিকানা দাবি করে আদালতে রিট করেছিল। আদালত ১৫ দিনের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করতে শুল্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন এ রিট করেছিলেন। সাদেক এগ্রোই গরুগুলো এনেছে এবং এর মালিক তারাই– এই দাবিতে রিটটি করা হয়। 

আজ রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মেহেদী হাসান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানি শেষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘গরুগুলোর মালিক মোহাম্মদপুরের সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন। তিনি গরুগুলো তাঁকে বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। আদালত সেই আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।’ 

এর আগে বিদেশ থেকে আসা ব্রাহমা জাতের ১৮টি গরু সাভার ডেইরি ফার্ম থেকে ছাড় করতে হাইকোর্টে রিট করা হয়। সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেনের পক্ষে ব্যারিস্টার মেহেদী হাসান এ রিট করেন।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের গরুগুলো জব্দ করে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো গত ৫ জুলাই দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয় বলে তখন জানান ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক। 

 ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারকের জায়গায় মোহাম্মদপুরের ‘সাদেক এগ্রো’র নাম লেখা হয়। তবে শাহজালাল বিমানবন্দরে গরুগুলো এলে সেগুলোকে কেউ নিতে আসেননি। পরে শুল্ক কর্তৃপক্ষ গরুগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির