হোম > জাতীয়

ইন্টারপা’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমি’-এর (ইন্টারপা) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান। 

মো. কামরুজ্জামান জানান, বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় সোমবার ঢাকায় শুরু হওয়া ১১ তম ইন্টারপা’র বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপা’র সদস্য। এর সদর দপ্তর তুরস্কে অবস্থিত।

মো. কামরুজ্জামান আরও জানান, ইন্টারপা সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা, ন্যায়বিচারের আহ্বান

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

বেলা ২টায় ওসমান হাদির জানাজা

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের