হোম > জাতীয়

আলেশা মার্টের মঞ্জুর আলম দম্পতির ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরী। ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ৭ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী আলা উদ্দিন ২০২১ সালের ১৫ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। কিন্তু যথাসময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান। আসামিরা ২০২২ সালের ২১ এপ্রিলে একটি চেক দেন। আসামির অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে ২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে আসামি করে আদালতে প্রতারণার মামলা করেন তিনি।

গত বছরের ১৫ ডিসেম্বর মামলার চার্জ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

উল্লেখ্য, ২০২০ সালে আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু হয় ২০২১ সালের শুরুতে। কম মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের নামে গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে অসংখ্য গ্রাহককে পণ্য ও তাঁদের থেকে নেওয়া অগ্রিম টাকা ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা পাচার করেন প্রতিষ্ঠানটির কর্ণধার। তাঁদের বিরুদ্ধে সারা দেশে ১২৬টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তাঁদের সাজা দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন