হোম > জাতীয়

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রবীণ রাজনীতিক ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়।

সংসদীয় দলের সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে মতিয়া চৌধুরী উপনেতা— এটাই চূড়ান্ত।’

এ ছাড়া সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছেন বলে জানান হাছান মাহমুদ। 

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় দলের সভায় উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে চিফ হুইপ ও সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই আলম চৌধুরী প্রস্তাবের সমর্থন করেন। 

আওয়ামী লীগ উপনেতা মনোনয়নের বিষয়টি স্পিকারকে জানানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার তাঁকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবেন। 

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তারপর থেকে পদটি ফাঁকা আছে।

দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাঁকে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরীর ছাত্রজীবন থেকে এখনো রাজনীতিই আঁকড়ে আছেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির