হোম > জাতীয়

পুলিশের উচ্চ পর্যায়ের ১৪ কর্মকর্তার পদোন্নতি-রদবদল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের উচ্চ পর্যায়ে ১৪ জন কর্মকর্তার পদোন্নতি ও রদবদল করেছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হুমায়ূন কবিরকে অতিরিক্ত আইজিপি করে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমেদকে অতিরিক্ত আইজিপি করে রাজারবাগ পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি এয়াই এম বেলালুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলমকে অতিরিক্ত আইজিপি করে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে। সেখানে কর্মরত আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে সাতজন ডিআইজিকে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে অ্যান্টি টেররিজম ইউনিটে, খুলনা পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহবুবুর রহমান ভুইয়াকে ডিআইজি রেলওয়ে, অ্যান্ট টেররিজম ইউনিটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট, রেলওয়ে পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি ও টুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে।

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত