হোম > জাতীয়

ডাকঘর ডিজিটালাইজেশন হচ্ছে: ডাকমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল যুগের উপযোগী ডাকব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটাইজেশনের পথনকশা তৈরি করা হয়েছে, আর শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

আগামীকাল রোববার (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ডাকব্যবস্থাকে ডিজিটাইজ করার পাশাপাশি ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ডিজিটাল দক্ষতা প্রদানের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ডের ডিজিটাইজেশনের ভিত তৈরি হলো।

ডাকব্যবস্থার উন্নয়নে ১৪টি শর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করার পাশাপাশি রেলে চিলিং বগি ও ডাকের গাড়িতে চিলিং ভ্যান চালুর পরিকল্পনার কথাও জানান ডাকমন্ত্রী।

দেশে ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, হিমায়িত খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে দিতে ও আনতে ডাকঘরের বিকল্প নেই।

ই-কমার্সের জন্য ডাকঘর এখন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। তিনি বলেন, গ্রাহকেরা তাঁদের পণ্যের সবশেষ অবস্থান বা বিতরণের তথ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বারকোড স্ক্যান করে খুব সহজেই জানতে পারছেন। জিপিওসহ গুরুত্বপূর্ণ ডাকঘরসমূহে ডিজিটাল সিরিয়াল সিস্টেম চালুর কথাও উল্লেখ করেন তিনি।

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল