হোম > জাতীয়

৯ মামলায় নতুন করে গ্রেপ্তার আনিসুল, সালমান, পলকসহ ৯ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা ৯ মামলায় নতুন করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আসামিদের গ্রেপ্তার দেখানোর পৃথক পৃথক নির্দেশ দেন বলে জানিয়েছেন সহকারী সরকারি কৌঁসুলি শামসুজ জামান বিপু।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় প্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানায় করা ৯টি মামলায় নতুন করে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুলসহ ৯ জনকে। ঠিক কোন কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

এসব মামলায় বুধবার সকালে তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়; আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, জুনাইদ আহমেদ পলক ও শহীদুল হককে দুটি করে মামলায় এবং সালমান এফ রহমান, দীপু মনি ও আমির হোসেন আমুকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান