হোম > জাতীয়

‘ভুতুড়ে সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অনেক পত্রিকাই অসত্য খবর প্রকাশ করে। এদের কোনো বৈধতা নেই। এরাই হলো ভুতুড়ে পত্রিকা। এরা সাংবাদিকদের বেতন দিতে পারে না। ফলে ওই সাংবাদিকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গণমাধ্যমের নাম খারাপ করে। এই পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করে অনলাইন গণমাধ্যমের অনুমতি দিচ্ছি। যারা অনলাইনের মাধ্যমে ভিন্ন উদ্দেশ্যে সংবাদ প্রচার করে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর কেন কিছু সংবাদপত্র বন্ধ করা হয়েছিল? কারণ তারা ভুল খবর প্রকাশ করছিল। তবে তখন কোনো সাংবাদিক বেকার হয়নি। যারা বেকার ছিল তাদের চাকরি দেওয়া হয়েছিল। যারা পাননি তাঁরা তথ্য মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে আসতেন। 

প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য সব ধরনের সুবিধা দিচ্ছেন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আশপাশের দেশেও এ ধরনের সুবিধা দেওয়া হয়নি। সাংবাদিকদের জন্যই কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এর মাধ্যমেই সাংবাদিকের পরিবারের সদস্যদের বিভিন্ন সহায়তা করা হবে। গণমাধ্যমের বিকাশের জন্য প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, অন্য কেউ তা করেনি। 

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অবাধ স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি সাংবাদিকতা ও গণমাধ্যমের নীতি নৈতিকতা প্রয়োজন। এর জন্য দরকার বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজন। এ ছাড়া সাংবাদিকদের বহু সমিতি হয়ে গেছে। এগুলো নিয়েও ভাবার সময় এসেছে। সবাই সম্মিলিত ভাবে কাজ করলে গণমাধ্যমে শৃঙ্খলা বজায় থাকবে।

বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর