হোম > জাতীয়

‘ভুতুড়ে সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অনেক পত্রিকাই অসত্য খবর প্রকাশ করে। এদের কোনো বৈধতা নেই। এরাই হলো ভুতুড়ে পত্রিকা। এরা সাংবাদিকদের বেতন দিতে পারে না। ফলে ওই সাংবাদিকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গণমাধ্যমের নাম খারাপ করে। এই পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করে অনলাইন গণমাধ্যমের অনুমতি দিচ্ছি। যারা অনলাইনের মাধ্যমে ভিন্ন উদ্দেশ্যে সংবাদ প্রচার করে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর কেন কিছু সংবাদপত্র বন্ধ করা হয়েছিল? কারণ তারা ভুল খবর প্রকাশ করছিল। তবে তখন কোনো সাংবাদিক বেকার হয়নি। যারা বেকার ছিল তাদের চাকরি দেওয়া হয়েছিল। যারা পাননি তাঁরা তথ্য মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে আসতেন। 

প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য সব ধরনের সুবিধা দিচ্ছেন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আশপাশের দেশেও এ ধরনের সুবিধা দেওয়া হয়নি। সাংবাদিকদের জন্যই কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এর মাধ্যমেই সাংবাদিকের পরিবারের সদস্যদের বিভিন্ন সহায়তা করা হবে। গণমাধ্যমের বিকাশের জন্য প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, অন্য কেউ তা করেনি। 

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অবাধ স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি সাংবাদিকতা ও গণমাধ্যমের নীতি নৈতিকতা প্রয়োজন। এর জন্য দরকার বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজন। এ ছাড়া সাংবাদিকদের বহু সমিতি হয়ে গেছে। এগুলো নিয়েও ভাবার সময় এসেছে। সবাই সম্মিলিত ভাবে কাজ করলে গণমাধ্যমে শৃঙ্খলা বজায় থাকবে।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর