দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার করা যাবে না। তবে জাতীয় শুটিং ফেডারেশনের নিবন্ধিত শুটিং ক্লাব এবং বনাঞ্চলঘেঁষা এলাকার মানুষ নিজেদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে এয়ারগান ব্যবহার করতে পারবেন।
গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এয়ারগান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সব সচিব, প্রধান বন সংরক্ষক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ থাকবে।