হোম > জাতীয়

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থী বৈধ, বাদ গেল ২ স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক


ঢাকা: ঢাকা-১৪ শূন্য আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি চারজন প্রার্থী বৈধতা পেয়েছেন।

আজ বৃহস্পতিবার এ আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।

মাহফুজা আক্তার জানান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নে ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দৈব চয়নের মাধ্যমে যাচাই করে তাঁদের তথ্য সঠিক না হওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র জমা না দেওয়া ও জামানতের টাকা জমা না দেওয়ায় দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আসন তিনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই আজ ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। আগামী ২৮ জুলাই আসনগুলোতে ভোটগ্রহণ হবে।

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন