হোম > জাতীয়

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থী বৈধ, বাদ গেল ২ স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক


ঢাকা: ঢাকা-১৪ শূন্য আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি চারজন প্রার্থী বৈধতা পেয়েছেন।

আজ বৃহস্পতিবার এ আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।

মাহফুজা আক্তার জানান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নে ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দৈব চয়নের মাধ্যমে যাচাই করে তাঁদের তথ্য সঠিক না হওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র জমা না দেওয়া ও জামানতের টাকা জমা না দেওয়ায় দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আসন তিনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই আজ ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। আগামী ২৮ জুলাই আসনগুলোতে ভোটগ্রহণ হবে।

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের