হোম > জাতীয়

পদোন্নতি নিয়ে ফেসবুকে পোস্ট: শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদোন্নতি নিয়ে ফেসবুকে পোস্ট করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। মো. মাহবুবর রহমান নামের এই শিক্ষক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। 

গত ২৩ জুন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ৩১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার ব্যক্তিগত আইডি থেকে ‘প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ, কেহ কেহ চাকরি জীবন শেষ করে অবসরে’—এই মন্তব্য পোস্ট করেন, যা বাস্তবতা বিবর্জিত ও অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, নেতিবাচক ও ডিপার্টমেন্ট বিরোধী বিরূপ মন্তব্য করা সরকারি কর্মচারী বিধিমালা–২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হলো। ওই অভিযোগে একই বিধিমালার ৪ (৩) ঘ উপবিধি অনুযায়ী কেন আপনাকে চাকরি থেকে বরখাস্ত বা বিধি অনুযায়ী অন্য কোনো শাস্তি দেওয়া হবে না—এ অভিযোগে ১০ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হলো। 

বিভাগীয় মামলার বিষয়ে জানতে চাইলে মো. মাহবুবর রহমান কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডলকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি সাড়া দেননি।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা