হোম > জাতীয়

পদোন্নতি নিয়ে ফেসবুকে পোস্ট: শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদোন্নতি নিয়ে ফেসবুকে পোস্ট করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। মো. মাহবুবর রহমান নামের এই শিক্ষক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। 

গত ২৩ জুন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ৩১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার ব্যক্তিগত আইডি থেকে ‘প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ, কেহ কেহ চাকরি জীবন শেষ করে অবসরে’—এই মন্তব্য পোস্ট করেন, যা বাস্তবতা বিবর্জিত ও অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, নেতিবাচক ও ডিপার্টমেন্ট বিরোধী বিরূপ মন্তব্য করা সরকারি কর্মচারী বিধিমালা–২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হলো। ওই অভিযোগে একই বিধিমালার ৪ (৩) ঘ উপবিধি অনুযায়ী কেন আপনাকে চাকরি থেকে বরখাস্ত বা বিধি অনুযায়ী অন্য কোনো শাস্তি দেওয়া হবে না—এ অভিযোগে ১০ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হলো। 

বিভাগীয় মামলার বিষয়ে জানতে চাইলে মো. মাহবুবর রহমান কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডলকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি সাড়া দেননি।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা