হোম > জাতীয়

পদোন্নতি নিয়ে ফেসবুকে পোস্ট: শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদোন্নতি নিয়ে ফেসবুকে পোস্ট করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। মো. মাহবুবর রহমান নামের এই শিক্ষক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। 

গত ২৩ জুন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ৩১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার ব্যক্তিগত আইডি থেকে ‘প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের ২০০৯ সাল থেকে পদোন্নতি বন্ধ, কেহ কেহ চাকরি জীবন শেষ করে অবসরে’—এই মন্তব্য পোস্ট করেন, যা বাস্তবতা বিবর্জিত ও অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, নেতিবাচক ও ডিপার্টমেন্ট বিরোধী বিরূপ মন্তব্য করা সরকারি কর্মচারী বিধিমালা–২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হলো। ওই অভিযোগে একই বিধিমালার ৪ (৩) ঘ উপবিধি অনুযায়ী কেন আপনাকে চাকরি থেকে বরখাস্ত বা বিধি অনুযায়ী অন্য কোনো শাস্তি দেওয়া হবে না—এ অভিযোগে ১০ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হলো। 

বিভাগীয় মামলার বিষয়ে জানতে চাইলে মো. মাহবুবর রহমান কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডলকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি সাড়া দেননি।

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার