হোম > জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লিঙ্কেন এ বিবৃতি দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ‍ও যুক্তরাষ্ট্র উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রাম করেছে। আমরা উভয়েই আমাদের গণতান্ত্রিক আদর্শের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশকের আমাদের ক্রমাগত সহযোগিতা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে আসছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের থেকে শক্তিশালী। সম্পর্ককে ভবিষ্যতেও এর ওপর ভিত্তি করে গড়ে তুলব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে আমরা একত্রে উন্নত হতে পারি।’

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি

নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন—ইসিকে আইজিপি

কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুর: ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ঢাকা

গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

২৫ ডিসেম্বর যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে সময় নিয়ে রওনা দেওয়ার অনুরোধ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা যাত্রী ব্যতীত শাহজালালে প্রবেশ নিষিদ্ধ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯

সঠিকভাবে কাজ করবেন, ইসি পাশে থাকবে: রিটার্নিং কর্মকর্তাদের সিইসি