হোম > জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লিঙ্কেন এ বিবৃতি দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ‍ও যুক্তরাষ্ট্র উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রাম করেছে। আমরা উভয়েই আমাদের গণতান্ত্রিক আদর্শের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশকের আমাদের ক্রমাগত সহযোগিতা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে আসছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের থেকে শক্তিশালী। সম্পর্ককে ভবিষ্যতেও এর ওপর ভিত্তি করে গড়ে তুলব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে আমরা একত্রে উন্নত হতে পারি।’

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার