হোম > জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লিঙ্কেন এ বিবৃতি দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ‍ও যুক্তরাষ্ট্র উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রাম করেছে। আমরা উভয়েই আমাদের গণতান্ত্রিক আদর্শের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশকের আমাদের ক্রমাগত সহযোগিতা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে আসছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের থেকে শক্তিশালী। সম্পর্ককে ভবিষ্যতেও এর ওপর ভিত্তি করে গড়ে তুলব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে আমরা একত্রে উন্নত হতে পারি।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির