হোম > জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবর ‘বানোয়াট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সরকার রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে বলে কতিপয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। এ খবর মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে বিবৃতিতে দিয়ে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে ৫ হাজার ৬১৭টি শিক্ষা কেন্দ্র পরিচালনার ব্যবস্থা করেছে। ইউনিসেফ এ বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। করোনা পরিস্থিতিতে যেসব কেন্দ্রে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, করোনা পরিস্থিতির উন্নতির পর সেগুলো খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সব প্রতিষ্ঠানে পাঠদান চলছে। 

রোহিঙ্গা শিশুদের বিনামূল্যে মিয়ানমারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা দেওয়ার ব্যবস্থা ক্যাম্পগুলোতে চালু আছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য যাতে না হয়, সেদিকে সরকার নজর রাখছে। এই লক্ষ্যে ক্যাম্পগুলোয় অর্থের বিনিময়ে প্রাইভেট কোচিং ব্যবসাকে নিরুৎসাহিত করছে। এর আরেকটি কারণ হলো, এসব কোচিংয়ে মিয়ানমারের শিক্ষাক্রম অনুসরণ করা হয় না। এ ছাড়া এসব স্থানে ভিন্ন মতাদর্শ প্রচারের আশঙ্কাও আছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস গত ২ মে এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ