হোম > জাতীয়

সরকারি হাসপাতালে রোগী সেবা না পেলে দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

সরকারি হাসপাতালে রোগীরা সেবা না পেলে দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সরকারি হাসপাতালের কর্মচারীদের অবহেলায় হাসপাতাল পরিপূর্ণ পরিচ্ছন্ন হয় না। রোগীদের সঙ্গে থাকা লোকদের ভিড় থামানো যায় না। এমনকি দালালদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। এতে হাসপাতালের সেবার মানও কাঙ্ক্ষিত পর্যায়ে আনা সম্ভব হচ্ছে না।

সোমবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেশের সব জেলার সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, প্রতিটি রোগীর সঙ্গে তিন থেকে পাঁচজন ভিজিটর হাসপাতালে অবস্থান করেন। এতে হাসপাতালে রোগীদের সেবা বিঘ্নিত হয়। অর্থাৎ হাসপাতালের নিয়োগপ্রাপ্ত কর্মচারী ও নার্সরা ঠিকভাবে কাজ করছেন না। সরকারি হাসপাতালে সাধারণ মানুষজন কাঙ্ক্ষিত সরকারি সেবা পাবে না—এটা চলতে পারে না। হাসপাতালে যার যা দায়িত্ব তাকে সেটি করতে হবে। অন্যথায় হাসপাতালের দায়িত্বশীলদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ মালেক আরও বলেন, প্রতিদিন সারা দেশে প্রায় ১০ লাখ মানুষ সরকারি হাসপাতালে সেবা নিতে আসেন। এসব মানুষের সেবার জন্যই জেলা শহর থেকে ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল করা হয়েছে। যতটুকু সম্পদ আছে সেটি দিয়েই দেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে হবে। এ জন্য যারা হাসপাতালে কর্মরত আছে তাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে প্রশংসার পাশাপাশি অভিযোগও নিয়মিতই করছে। এই অভিযোগগুলো সব সত্যি না হলেও কিছু তো সত্যি। সরকারি সেবা পাওয়ার ঘাটতি নিয়ে মানুষের অভিযোগগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। সরকারি হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবামূলক কাজের মান বাড়াতেই হবে। মানুষের জন্য স্বাস্থ্যসেবায় অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম বক্তব্য দেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির