হোম > জাতীয়

ফের ২৬৪ মৃত্যু, ৮ম দিনের মতো কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফের ২৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু এবং ১১ হাজার ৪৬৩ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় গত ৫ আগস্ট। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭০৮টি সক্রিয় ল্যাবে ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ ফলাফল আসে ১১ হাজার ১৬৪ টির। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। 

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ৭০৭টি সক্রিয় ল্যাবে ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৪৬৩ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ২৪ দশমিক ২৮ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। গত ২ আগস্টের পর থেকেই ধারাবাহিকভাবে শনাক্তের হার কমছে।

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৯২ জন। আর চট্টগ্রাম বিভাগে ৬০, রাজশাহীতে ২৫, খুলনায় ২৭, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ১৪ ও ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন। 

এক দিনে করোনায় মৃত ২৬৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন এবং বাসায় মারা গেছেন ১০ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫৪ আর নারী ১১০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১-১০০ বছর বয়সী ৫ জন, ৮১-৯০ বছর বয়সী ১২ জন, ৭১-৮০ বছর বয়সী ৪৮ জন, ৬১-৭০ বছর বয়সী ৮৫ জন, ৫১–৬০ বছর বয়সী ৬৬ জন, ৪১–৫০ বছর বয়সী ২৫ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১৬ জন, ২১–৩০ বছর বয়সী ৬ জন এবং ০–১০ বছর বয়সী একজন মারা গেছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৯০৩ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। আর মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত