হোম > জাতীয়

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

বিদেশ যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁকে এখনো থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর কোনো মামলা আছে কিনা তা খোঁজ নিচ্ছে পুলিশ।

আজ রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বিষয়টি তাদের জানিয়েছে, তবে তাঁকে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা এখনো সিদ্ধান্ত হয়নি।’

গত এপ্রিলে ভাটারা থানায় নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ভাটারা থানার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

এ ছাড়া, এই মামলায় আসামি করা হয়েছে—চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা চলছে, সংসদ ভবন এলাকা লোকারণ্য

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য