হোম > জাতীয়

নিয়োগপ্রত্যাশীদের বিক্ষোভ, স্বাস্থ্যের ডিজি জানালেন করার কিছু নেই  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ ২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং করোনা মোকাবিলায় আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন নিয়োগপ্রত্যাশীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটির নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসে বিক্ষোভকারীদের জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত চলছে। এ বিষয়ে তাঁর করার কিছু নেই। 

বিক্ষোভে অংশ নেওয়া মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগপ্রত্যাশীরা বলছেন, মৌখিক পরীক্ষা হয়ে যাওয়ার পর সাত মাস পেরিয়ে গেছে। তবুও ফলাফল আটকে রাখা হয়েছে। 

নিয়োগ প্রত্যাশী আলমগীর হোসেন বলেন, করোনা সংকটে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কোনো বিকল্প নেই। অথচ সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ফল আটকে রাখা হয়েছে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগস্টের মধ্যে বিষয়টি সুরাহা হবে। কিন্তু তা হয়নি। আজও আমাদের কোনো আশার কথা জানাতে পারলেন না ডিজি। 

করোনা মহামারির শুরু থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোজিস্টের সংকট দেখা দেয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য নির্বাহী আদেশ দেন। সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ২৯ জুন এক হাজার ২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার লিখিত পরীক্ষা গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয় গত ফেব্রুয়ারিতে। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। নিয়োগপ্রত্যাশীদের দাবি স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ফল প্রকাশ নিয়ে সময়ক্ষেপণ করছেন। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা