হোম > জাতীয়

বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে মইন-হাসিনাসহ পলাতকদের অনেককেই প্রয়োজন: স্বাধীন তদন্ত কমিশন

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে (বিআরআইসিএম) মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদকে খুব প্রয়োজন। মইন হাসিনাসহ যারা বিদেশে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোতে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে (বিআরআইসিএম) মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সেখানে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, ‘কমিশন ইতিমধ্যে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। এর মধ্যে তিনজন লেফটেন্যান্ট জেনারেল, দুজন মেজর জেনারেল, পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল ও পাঁচজন কর্নেল রয়েছেন। যারা অনেকেই অবসরে গেছেন। সর্বশেষ গতকাল বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে সাক্ষ্য দিয়ে গেছেন।’

আ ল ম ফজলুর রহমান বলেন, ‘তদন্তের স্বার্থে আমাদের আরও অনেকের সঙ্গে বলা প্রয়োজন। এ জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তির ওপর বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু বিদেশি দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’

তবে কার কার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তাদের সংখ্যাই বা কত, এ বিষয়ে প্রশ্নের জবাব দেননি তিনি।

ফজলুর রহমান বলেছেন, ‘আপাতত তদন্তের স্বার্থে তাদের নাম কোন কোন দূতাবাসে যোগাযোগ করে পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে তাদের নাম বলতে পারছি না। তবে জেনারেল মইন শেখ হাসিনার মতো এমন আরও অনেককে প্রয়োজন।’

গুম করে নির্যাতন: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা