হোম > জাতীয়

শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা চান রাশেদা কে চৌধূরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এ ক্ষেত্রে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের পরামর্শও দিয়েছেন।

আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের দুর্বলতা থাকতে পারে। সেগুলোকে কাটাতে হবে। এটা তো চলমান প্রক্রিয়া। ভুল তথ্য দিয়ে ভারতের ভিডিও দিয়ে এর (নতুন শিক্ষাক্রম) বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে কেন ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে না? চিহ্নিত গোষ্ঠী, কোচিং ব্যবসায়ী, উগ্রবাদীরাই এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাথা খারাপ করে দেওয়ার অবস্থার সৃষ্টি করা হচ্ছে! নতুন শিক্ষাক্রম একটা অগ্রসরমুখী। যখন এটা দুই মাসের জন্য ওয়েবসাইটে দেওয়া ছিল, তখন কেন আপনারা বক্তব্য বা জবাব দেননি। নতুন শিক্ষাক্রম নিয়ে প্রয়োজন হলে পরিবর্তন, পরিমার্জন করা যেতে পারে। এখন এটা নিয়ে পানি ঘোলা করা হচ্ছে নানাভাবে।’

এ সময় এমপিওভুক্ত স্কুল সরকারীকরণ করা জরুরি বলে মন্তব্য করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, ‘এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি টাকা পাচ্ছে। আরেকটু বেশি টাকা খরচ করে এসব প্রতিষ্ঠানকে সরকারীকরণ করা যেতে পারে। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, যাতে বিষয়টি বিবেচনা করেন।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষকনেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার