হোম > জাতীয়

শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা চান রাশেদা কে চৌধূরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এ ক্ষেত্রে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের পরামর্শও দিয়েছেন।

আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের দুর্বলতা থাকতে পারে। সেগুলোকে কাটাতে হবে। এটা তো চলমান প্রক্রিয়া। ভুল তথ্য দিয়ে ভারতের ভিডিও দিয়ে এর (নতুন শিক্ষাক্রম) বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে কেন ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে না? চিহ্নিত গোষ্ঠী, কোচিং ব্যবসায়ী, উগ্রবাদীরাই এর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাথা খারাপ করে দেওয়ার অবস্থার সৃষ্টি করা হচ্ছে! নতুন শিক্ষাক্রম একটা অগ্রসরমুখী। যখন এটা দুই মাসের জন্য ওয়েবসাইটে দেওয়া ছিল, তখন কেন আপনারা বক্তব্য বা জবাব দেননি। নতুন শিক্ষাক্রম নিয়ে প্রয়োজন হলে পরিবর্তন, পরিমার্জন করা যেতে পারে। এখন এটা নিয়ে পানি ঘোলা করা হচ্ছে নানাভাবে।’

এ সময় এমপিওভুক্ত স্কুল সরকারীকরণ করা জরুরি বলে মন্তব্য করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, ‘এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি টাকা পাচ্ছে। আরেকটু বেশি টাকা খরচ করে এসব প্রতিষ্ঠানকে সরকারীকরণ করা যেতে পারে। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, যাতে বিষয়টি বিবেচনা করেন।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষকনেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন