হোম > জাতীয়

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

কানাডায় বাংলা ভাষাভাষী ও শিখধর্মাবলম্বীসহ নানা জাতিগোষ্ঠী পয়লা বৈশাখ পালন করেছেন। ১৪ এপ্রিল কিংস্টন শহরে শিখ ও বাংলাদেশি বংশোদ্ভূতরা বরণ করে নেন বাংলা নতুন বছরকে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সস্ত্রীক শিখদের ধর্মীয় উপাসনালয় সফর ও ব্রত পালন করেছেন।

বাংলা নববর্ষ উপলক্ষে টরন্টো শহরের দক্ষিণ-পশ্চিম স্কারবরো এলাকার প্রাদেশিক এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বাংলা ভাষাভাষীসহ তামিল, নেপালি ও থাই জনগোষ্ঠীকে নিজ নিজ সংস্কৃতির আবহে নববর্ষ পালনের আহ্বান জানান।

ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখ সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে কিংস্টন শহরের বাংলাদেশি বংশোদ্ভূতরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে লোকজ গান, কবিতা ও বাংলাদেশে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রার কয়েকটি মোটিফ প্রদর্শিত হয়, যা ইউনেসকো কর্তৃক সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে স্বীকৃত। এ ছাড়া শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে। গৃহিণীরা ঘরোয়াভাবে তৈরি রকমারি আঞ্চলিক পিঠা ও মিষ্টান্ন পরিবেশন করেন। আয়োজনে বাংলাদেশ ও বাঙালি জাতির মঙ্গল কামনা করা হয়।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন