হোম > জাতীয়

কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত বেবিচক চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওয়র্দিনেস প্রোগ্রাম: সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত কসক্যাপ দক্ষিণ এশিয়ার ৩২ তম সভা হয়। ওই সভায় ২০২৬ সালের জন্য কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত হন বেবিচক চেয়ারম্যান।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, কসক্যাপ-এসএ স্টিয়ারিং কমিটির সদস্যরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বা চেয়ারম্যান। এবারের সভায় বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচি অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ও শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক (অব.) এয়ার ভাইস মার্শাল সাগারা কোটাকাডেনিয়া।

সভায় বোয়িংয়ের পক্ষ থেকে ফ্লাইট ডেটা মনিটরিংবিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেওয়া হয়। এ ছাড়াও, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) এপিএসি অফিসের পক্ষ থেকে নিরাপত্তা-সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়েও একটি উপস্থাপনা ছিল। সদস্য দেশগুলোকে ভবিষ্যতে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভায়।

বাংলাদেশের পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। সভায় দেশের সাম্প্রতিক এভিয়েশন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম যেমন নতুন টার্মিনাল নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, নতুন এটিসি টাওয়ার এবং রাডার স্থাপন ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়। আইসিএও এসব উদ্যোগের প্রশংসা করে।

সভায় জানানো হয়, বাংলাদেশের সিভিল এভিয়েশন একাডেমি আইসিএওর ‘ট্রেনার প্লাস’ প্রোগ্রামে ‘গোল্ড মেম্বারশিপ’ অর্জন করেছে। একই সঙ্গে দেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দিয়েছে আইসিএও।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা