হোম > জাতীয়

করোনায় আরও ৬৫ মৃত্যু, শনাক্তের হার এক অঙ্কেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু এবং ২ হাজার ৪৩০ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

এর আগে ২৮ আগস্ট ৬৩ দিনের মধ্যে প্রথম কোভিডে মৃত্যু ১০০-এর নিচে নামে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক দিনে ৭৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপর ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৯৭টি সক্রিয় ল্যাবে ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৭১০ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। 

যেখানে গতকাল ৭৯৭টি সক্রিয় ল্যাবে ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৪৩০ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। 

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ১৭ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩, রাজশাহীতে ৬, খুলনায় ১০, বরিশালে ৩, সিলেটে ১০, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহে ২ জনের মৃত্যু হয়েছে। 

এক দিনে করোনায় মৃত ৬৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১২ জন কোভিড রোগী। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩২ আর নারী ৩৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১–৯০ বছর বয়সী ৫ জন, ৭১–৮০ বছর বয়সী ১০ জন, ৬১–৭০ বছর বয়সী ১২ জন, ৫১–৬০ বছর বয়সী ২৪ জন, ৪১–৫০ বছর বয়সী ৭ জন, ৩১–৪০ জন বছর বয়সী ৩ জন এবং ২১-৩০ বছর বয়সী ৩ জন এবং ১১-২০ বছর বয়সী একজন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন।। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪ হাজার ১২৪ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন