হোম > জাতীয়

ইউনূস-সির আলোচনায় উঠতে পারে তিস্তার পানি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ফাইল ছবি

বাংলাদেশ ও চীনের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় আসতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার বৈঠকটি আগামী শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার দুপুরের পর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর।

ভারতের সঙ্গে অন্যতম অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীনের আগ্রহ আছে। এমন প্রেক্ষাপটে আসন্ন শীর্ষ বৈঠকে তিস্তা প্রসঙ্গটি আসবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ আছে।’

চীনে প্রধান উপদেষ্টার সফর ও থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে তাঁর যোগ দেওয়ার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘চীনের দিক থেকে বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ আছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে আলোচনার কিছু বিষয় রয়েছে।’

জসীম উদ্দিন বলেন, প্রেসিডেন্ট সির সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৌশলগত দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, বাণিজ্য, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন দিক আলোচনায় আসবে।

এই সফরে পানিসংক্রান্ত অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। এর বাইরে অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে।

চীন সফরের শুরুতে প্রধান উপদেষ্টা কাল বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে ‘বোয়াও এশিয়া ফোরাম’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার প্রেসিডেন্ট সির সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সংলাপ ও বিভিন্ন বিষয়ে তিনটি সেমিনারে যোগ দেবেন। আগামী শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।

প্রধান উপদেষ্টা আগামী শনিবার দেশে ফিরবেন।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন