হোম > জাতীয়

সরকারি চাকরিতে কোটা রাখা নিয়ে কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে আজ মঙ্গলবার ১১ সদস্যের এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

যুগ্ম সচিব পর্যায়ের প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের একজন করে কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার উপসচিবকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটার প্রয়োগ পর্যালোচনা করে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ২৩ জুলাই সরকারি চাকরিতে মেধায় ৯৩ শতাংশ এবং ৭ শতাংশ কোটায় নিয়োগের নিয়ম রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার।

কোটা পদ্ধতি সংস্কার করে সরকার প্রজ্ঞাপন জারি করলেও পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিটি সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার পতনের পর সরকারি চাকরিতে কোটার প্রয়োগ নিয়ে কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। সে জন্য কোটার প্রয়োগ নিয়ে স্পষ্ট মতামত দিতে সরকারি কর্মকর্তাদের নিয়ে এ কমিটি করা হয়েছে।

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু