হোম > জাতীয়

শিক্ষকদের আমরণ অনশন স্থগিত, ফিরছেন শ্রেণিকক্ষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এর মধ্য দিয়ে আগামীকাল বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকেরা।

আজ মঙ্গলবার রাত পৌনে ১০টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষায় বৈষম্য দূর করার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে আমরা চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে তাঁরা সভায় বসেন। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। গতকাল সোমবার ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আর আজ মঙ্গলবার কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ

ডাক ও টেলিযোগাযোগের ১৫ বছরের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে, মুন্সিগঞ্জে দুই হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ: কমিশন

প্রার্থীদের হলফনামা ‘সন্দেহজনক’ হলে খতিয়ে দেখবে দুদক

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা