হোম > জাতীয়

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক হলেন ডা. আব্দুল ওয়াদুদ

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে গতকাল বৃহস্পতিবার তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

অধ্যাপক ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী ১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীকালে গোল্ড মেডেলসহ কৃতিত্বের সঙ্গে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।

অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য। 

তিনি বাংলাদেশে ইকোকার্ডিওগ্রাফি, হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন চিকিৎসার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি চিকিৎসক ও গবেষকদের পেশাগত উন্নয়নমূলক সংগঠন ‘আইপিডিআই ফাউন্ডেশন’–এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র