হোম > জাতীয়

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: এক্স

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বলেছেন, দেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তাঁর সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার কার্যক্রম চালু করবে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।

অধ্যাপক ইউনূস বলেন, ‘শ্রম ইস্যুটি আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আমরা সকল শ্রম সমস্যা সমাধান করতে চাই।’ বৈঠকে তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন থেরেসা মে। বৈঠকে মানব পাচার ও অভিবাসন ইস্যুতেও আলোচনা করেন তাঁরা।

অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে বাংলাদেশের আরও বেশি মানুষকে বৈধ পথে ইউরোপে অভিবাসনের জন্য আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘এটি মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস একটি অ্যালবাম উপহার দেন। এর নাম ‘আর্ট অব ট্রায়াম্ফ’। বইটিতে জুলাই-আগস্টের বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের ছবি স্থান পেয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন।

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ

ডাক ও টেলিযোগাযোগের ১৫ বছরের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে, মুন্সিগঞ্জে দুই হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ: কমিশন

প্রার্থীদের হলফনামা ‘সন্দেহজনক’ হলে খতিয়ে দেখবে দুদক