হোম > জাতীয়

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: এক্স

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বলেছেন, দেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তাঁর সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার কার্যক্রম চালু করবে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।

অধ্যাপক ইউনূস বলেন, ‘শ্রম ইস্যুটি আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আমরা সকল শ্রম সমস্যা সমাধান করতে চাই।’ বৈঠকে তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন থেরেসা মে। বৈঠকে মানব পাচার ও অভিবাসন ইস্যুতেও আলোচনা করেন তাঁরা।

অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে বাংলাদেশের আরও বেশি মানুষকে বৈধ পথে ইউরোপে অভিবাসনের জন্য আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘এটি মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস একটি অ্যালবাম উপহার দেন। এর নাম ‘আর্ট অব ট্রায়াম্ফ’। বইটিতে জুলাই-আগস্টের বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের ছবি স্থান পেয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন।

টিএফআই সেলে গুম-নির্যাতনের শুনানিতে উত্তপ্ত বাক্যবিনিময়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি

নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন—ইসিকে আইজিপি

কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুর: ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ঢাকা

গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন